উৎসবমুখর পরিবেশে চলছে রাজশাহী সিটির ভোটগ্রহণ

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
| আপডেট : ২১ জুন ২০২৩, ১০:১২ | প্রকাশিত : ২১ জুন ২০২৩, ১০:০৮

উৎসবমুখর পরিবেশে চলছে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ।

বুধবার সকাল ৮টা থেকে ১৫৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। দুই সিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে।

এদিন ভোটগ্রহণ শুরুর আগেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। কেন্দ্রগুলোর আশপাশে উৎসবমুখর পরিবেশে দেখা গেছে।

ভোটের দিন সকালে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা।

এই কেন্দ্রের এক ভোটার বলেন, সকাল ৮টার আগেই ভোট কেন্দ্রে এসেছি। এই ভোট অনেকটা উৎসবের মতোন।

ষাটোর্ধ্ব মুসলিমা বলেন, আগে কাগজে ভোট দিয়েছি। এই প্রথম মেশিনে (ইভিএম) ভোট দেব। শুনেছি ভোট দিতে বেশি সময় লাগে না। এটা ভালোই হলো।

মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা ইকবাল হোসেন জানান, তার কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৫৯১ জন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন।

রাজশাহীতে মেয়র পদে ৩ জন, ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৬ জন এবং ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট প্রার্থী ১৬০ জন।

আরও পড়ুন: ভোট দিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন

মেয়র পদে প্রার্থী হলেন, আওয়ামী লীগের এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল) এবং জাকের পার্টির মো. লতিফ আনোয়ার (গোলাপ ফুল)। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম (হাতপাখা) নির্বাচন বর্জন করেছেন। তাই মেয়র পদে লড়ছেন ৩ জন।

(ঢাকাটাইমস/২১জুন/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :