মামুনের মামলায় দুই আসামির রাজসাক্ষী হওয়ার আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৮

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত অর্থ পাচার মামলায় দুই আসামি রাজসাক্ষী হতে নিম্ন আদালতের দেয়া আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। দুই আসামি হলেন- শাহজাদ আলী ও তাহমীনা আলী।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এই আদেশ দেন। দুদকের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান ও গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে ছিলেন সাব্বির হামজা চৌধুরী।

মামলার নথি সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত- ৩ এ অর্থ পাচার মামলায় রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেন শাহজাদ আলী ও তাহমীনা আলী। আদালত ওই আবেদন মঞ্জুর করেন। বিচারিক আদালতের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন গিয়াসউদ্দিন আল মামুন। হাইকোর্ট মামুনের আবেদন খারিজ করে দিলেন। এর ফলে অর্থ পাচার মামলার দুই আসামি রাজসাক্ষী হওয়ার সুযোগ পেলেন।

জানা গেছে, অর্থপাচারের এ মামলায় তারা সাক্ষী ছিলেন। পরবর্তী সময়ে অর্থপাচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকায় হাইকোর্ট তাদের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য দুদককে নির্দেশ দেন। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে তাদেরকে অর্থপাচার মামলায় আসামি করে দুদক। পরে এ দুই আসামি রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বে থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

হেরে গেলেন নিপুণ, শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলই বহাল

এজলাস কক্ষে হিটস্ট্রোকে অসুস্থ আইনজীবী

পদ ফিরে পেতে চেম্বার আদালতে ডিপজলের আবেদন

আনার হত্যা: আদালতে আসামিদের পক্ষে নেই আইনজীবী, শিলাস্তি বললেন ‘কিছু জানি না’

৪ জুলাই পর্যন্ত জামিন পেলেন ড. ইউনূস

ষোড়শ সংশোধনী বাতিলের রিভিউ শুনানি ১১ জুলাই

ভিকারুননিসায় সেই ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, অনিয়ম তদন্তের নির্দেশ

ডেসটিনির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া

ভোটারদের রিসোর্টে নিতেন ডিপজল, দেখাতেন টাকার প্রলোভন: নিপুণের আইনজীবী

এই বিভাগের সব খবর

শিরোনাম :