টি-টেনের উদ্বোধনী ম্যাচে সাকিবের দলের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ০৮:২৯ | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৭, ০৮:২৫

গত রাতে শারজায় পর্দা উঠেছে ক্রিকেট ইতিহাসের প্রথম টি-১০ লিগের। বৃহস্পিতিবার উদ্বোধনী ম্যাচে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের দল কেরালা কিংস জয় পেয়েছে। সরফরাজ আহমেদের দল বেঙ্গল টাইগার্সকে আট উইকেটে হারিয়েছে তারা।

সাকিব আল হাসানকে দিয়ে অধিনায়ক ইয়ন মরগ্যান এক ওভার বল করান। তাতে মাত্র পাঁচ রান দিয়ে উইকেটশূন্য থাকেন সাকিব। টি-১০ ফরম্যাটে একজন বোলার সর্বোচ্চ দুই ওভার বল করতে পারেন। আর ব্যাটিংয়ে সাকিবকে নামতে হয়নি। কিন্তু দুর্দান্ত ফিল্ডিংয়ের কারণে তিনি বেস্ট ফিল্ডারের পুরস্কার পান।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে এক উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে বেঙ্গল টাইগার্স। দলের পক্ষে ২৭ বল খেলে ৩৩ রান করে আউট হন জনসন চার্লস। ২৪ বল খেলে ৩২ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে ফ্লেচার। নয় বল খেলে ১৭ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। কেরালা কিংসের পক্ষে ওয়াহাব রিয়াজ একটি ‍উইকেট নেন।

পরে কেরালা কিংস ব্যাট করতে নেমে আট ওভারে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে ওপেনার পল স্টার্লিং ২৭ বল খেলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। নয় বল খেলে ১১ রান করে আউট হন ইয়ন মরগ্যান। আর নয় বল খেলে ১১ রান করে অপরাজিত থাকেন কাইরন পোলার্ড। বেঙ্গল টাইগার্সের পক্ষে আমির ইয়ামিন ১টি ও মুজিব জাদরান ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: আট উইকেটে জয়ী কেরালা কিংস।

বেঙ্গল টাইগার্স ইনিংস: ৮৬/১ (১০ ওভার)

(আন্দ্রে ফ্লেচার ৩২*, জনসন চার্লস ৩৩, ডেভিড মিলার ১৭*; সোহেল তানভীর ০/২১, ওয়াহাব রিয়াজ ১/১১, লিয়াম প্লানকেট ০/২২, রায়াদ এমরিত ০/১৮, কাইরন পোলার্ড ০/৯, সাকিব আল হাসান ০/৫)।

কেরালা কিংস ইনিংস: ৯০/২ (১০ ওভার)

(চাঁদউইক ওয়ালটন ০, পল স্টার্লিং ৬৬*, ইয়ন মরগ্যান ১১, কাইরন পোলার্ড ১১*; আমির ইয়ামিন ১/৪, মার্চান্ট ডি লেঞ্জ ০/৩৬, মোহাম্মদ নাভিদ ০/২৪, মুজিব জাদরান ১/১৫, জহির খান ০/১১)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: পল স্টার্লিং (কেরালা কিংস)।

(ঢাকাটাইমস/১৫ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ভালো উইকেটে না খেলাই ব্যাটিং ব্যর্থতার কারণ: শান্ত

যত খেলোয়াড়ই কিনি, এমবাপ্পের ঘাটতি পূরণ হবে না: পিএসজি কোচ

রোনালদোর ইতিহাস গড়া গোলে আল নাসরের বড় জয়

রাতে আবারও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ

২৫ কোটি নিয়ে সতীর্থরাই মজা করে: মিচেল স্টার্ক

অবশেষে উন্মোচন করা হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি 

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল কলকাতা? জানুন অন্যদের প্রাপ্তিও

কলকাতার কাছে নাস্তানাবুদ হওয়ার সোজাসাপ্টা স্বীকারোক্তি হায়দ্রাবাদ অধিনায়কের

নিষ্প্রভ আইপিএল ফাইনাল: হায়দ্রাবাদকে হেলায় হারিয়ে তৃতীয় শিরোপা কলকাতার

ঢাকায় বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্ট, অংশ নিচ্ছে তিন মহাদেশের ১২ দল

এই বিভাগের সব খবর

শিরোনাম :