মনদীপের উপন্যাস ‘ফুঁ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪১

পেশায় সরকারি কর্মকর্তা। পেশাগত দায়িত্ব পালনের পর অবসরে লেখালেখি ও সামাজিক নানা কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখেন মনদীপ ঘরাই। গতবছরের অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছিল তার অল্প গল্প ও এক কাপ নীল (গল্পগ্রন্থ)।

এবারের বই মেলায়ও তরুণ কথাসাহিত্যিক মনদীপ ঘরাই নিয়ে এসেছেন তার প্রথম উপন্যাস। ‘ফুঁ’ নামের এই উপন্যাসটি জীবন ও বাস্তবতার এক অনুপম আখ্যান নিয়ে লেখা।

বর্ষাদুপুর প্রকাশনী থেকে প্রকাশিত বইটি বইমেলায় ২৩৬-২৩৮ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ করেছেন হিমেল হক।

উপন্যাসটির বিষয়ে লেখক মনদীপ ঘরাই ঢাকা টাইমসকে বলেন, ‘এক ফুঁয়ে আলো নেভে/ মন্দ বা ভালো নেভে ছন্দে’ মেলানো এই দুই লাইনেই আছে ফুঁ উপন্যাসের পুরোটুকু নির্যাস।

ফুঁ নামটি দেয়ার রহস্য জানতে চাইলে তিনি বলেন, নাগরিক জীবনে সামর্থের সবটুকু দিয়ে প্রতিনিয়তই জ্বলতে থাকি আমরা। নিভে যাওয়ার কথা মস্তিষ্কের কোন কোণাতেই থাকে না। দিনের পর দিন বুক চিতিয়ে বড় ঝড়ের সামনে দাঁড়িয়ে মোকাবেলা করি, নিভে যাই সময়ের ছোট এক ফুঁ-তে। ফুঁ সেই জ্বলতে থাকা মধ্যবিত্ত ঘরের মেয়ে আফসানা, কিশোরী রিজিয়া কিংবা রিকশাওয়ালা কালামের নিভে যাওয়ার উপাখ্যান।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :