পাংশায় যাতায়াতের পথে বেড়া দেয়ার প্রতিবাদ করায় হামলা

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৩| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৬
অ- অ+

রাজবাড়ীর পাংশায় বাড়ির সীমানার যাতায়াতের পথ আটকাতে নিষেধ করায় গৃহবধূ আফরোজা পারভীন, তার ছেলে সৌরভ ও প্রতিবন্ধী মেয়ে ফাতেমার ওপর প্রতিবেশী শুকুর আলী হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে গত ১ সেপ্টেম্বর পাংশা পৌরসভার ৭নং ওয়ার্ডের আজিজ সরদারের বাসস্ট্যান্ড সংলগ্ন মৈশালা গ্রামের সাইফুজ্জামানের বাড়িতে। সাইফুজ্জামান অসুস্থতার কারণে দীর্ঘ ২মাস যাবৎ ঢাকায় চিকিৎসাধীন থাকার সুযোগে প্রতিবেশী শুকুর আলী বাড়ির পথে বেড়া দিয়ে আটকায়। এর প্রতিবাদ করাতেই ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শুক্কুর।

এ বিষয়ে গত ৪ সেপ্টেম্বর রাজবাড়ীর ২নং আমলী আদালতে শুকুর আলী ও তার স্ত্রী ও ছেলে মেয়েসহ ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন আফরোজা পারভীন। আদালত এ ঘটনার তদন্ত করে রিপোর্ট দেয়ার জন্য পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

কিন্ত গত বৃহস্পতিবার রাতে পাংশা থানার ওসি মো. মাসুদুর রহমান জানান, আদালত থেকে এখনো কোন নোটিশ পাইনি। তবে পাবার সঙ্গে-সঙ্গেই পুলিশ তদন্ত করে রিপোর্ট প্রদান করবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি হস্তক্ষেপে বিমানের টিকিটের দাম কমেছে ৭৫ শতাংশ
শ্রীপুরে কারখানায় ডাকাতি
খুলনায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ঈদে রাজধানীতে বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও বিপণি-বিতানের নিরাপত্তায় ডিএমপির নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা