কমলাপুরে র‌্যাবের তল্লাশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৩, ১৭:৩৬
ফাইল ছবি

আগামীকালের সমাবেশকে সামনে রেখে বিশেষ তল্লাশি অভিযান চালাচ্ছে র‍্যাব-৩। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের বাহিরের গেটে এ তল্লাশি চালানো হচ্ছে।

এ রাস্তা দিয়ে যাত্রাবাড়ি, সায়েদাবাদ, মতিঝিল যাওয়ার গাড়ি এবং রাজারবাগ, মালিবাগ, মৌচাক, মগবাজার আসার প্রতিটি সিএনজি, রিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস তল্লাশি করে দেখছেন ২০-২৫ জন র‍্যাবের একটি টিম।

আজকে এ রাস্তায় বাস কম বলে জানান সাইমুম ইসলাম নামের একজন সিএনজি অটোরিকশার যাত্রী। তিনি ঢাকা টাইমসকে বলেন, 'আজ বাস নেই বললেই চলে। এক আত্মীয়ের বাসায় যাবো পান্থপথে। তাই সিএনজি নেওয়া। এ পর্যন্ত দুইবার চেকিং হলো আমাদের। প্রথমবার চেক করেছে পুলিশ মতিঝিল শাপলা চত্বরে। দ্বিতীয়বার এখানে।'

কোনো সমস্যা হচ্ছে কি না জানতে চাইলে সাইমুম বলেন, ‘কোনো সমস্যা হচ্ছে না। দুই জায়গাতেই ভালোভাবে জিজ্ঞাসাবাদ করেছে। সিএনজি ড্রাইভারের কাগজপত্র চেক করেছে। গাড়ি থেকে নামিয়ে গাড়ি তল্লাশি করেছে। প্রতিটি জায়গায় ৪ থেকে ৫ মিনিট সময় লাগছে। তবে রাস্তা ফাঁকা থাকায় কোনো সমস্যা হচ্ছে না।'

একটি মাইক্রোবাসে করে আটজন যাত্রী যাচ্ছিলেন। তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। যাত্রীদের মধ্যে বাশার নামে একজন জানান, আমাদেরকে জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছি, কোত্থেকে এসেছি, কেন যাচ্ছি? সবার পরিচয় দেখলো। নিশ্চিত হতে চাচ্ছিলেন আমরা কোনো দলের কর্মী কি না। আমরা একটি বিয়ের অনুষ্ঠান শেষ করে উত্তরা নিজেদের এলাকায় যাচ্ছি বলার পরে গাড়ি চেক করে ছেড়ে দিয়েছে।’

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আনার হত্যা: সেপটিক ট্যাংকে দেহাংশের মাংস প্রিজার্ভ ছিল

চায়ের বিলের ১৭ টাকা নিয়ে দ্বন্দ্ব, যুবককে হত্যা

সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংকে মিলল আনারের খণ্ডিত দেহাবশেষ!

জমি কেনায় প্রায় শত কোটি টাকা কম দেখিয়েছেন বেসিক ব্যাংক খেকো সেই শেখ আবদুল হাই

কুষ্টিয়ার চাল ব্যবসায়ী বকুল হত্যামামলার ৬ আসামি ঢাকায় গ্রেপ্তার

সেলিম প্রধানের বাসায় হামলা: অভিযুক্তদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

১৯৯ কোটি টাকা পাচার: বেসটেক টেলিকমের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা

খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ গ্রেপ্তার

নিজ প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ‘দুর্নীতি’, ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে অভিযোগ গ্রামীণ ব্যাংকের

ঘুমে বিরক্ত করায় খুন, কৃষক বেশে আসামি ধরল পুলিশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :