ছবি আঁকায় আগ্রহীদের জন্য চার দিনের ‘ঢাকা আর্ট কার্নিভাল’

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৮:২০

ভাস্কর শামীম সিকদারের স্মরণে প্রথমবারের মতো শিল্পের নানা মাধ্যমের প্রদর্শনী নিয়ে রাজধানীর ইস্কাটন গার্ডেনে জাতীয় ভাস্কর্য গ্যালারিতে শুরু হলো চার দিনব্যাপী ঢাকা আর্ট কার্নিভাল। আগ্রহী যে কেউ এখানে ছবি আঁকার সুযোগ পাবেন এবং সেই ছবি প্রদর্শিত হবে মেলায়। বৃহস্পতিবার সকালে এই আয়োজনের উদ্বোধন করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষক চিত্রশিল্পী মাহমুদুল হাসান।

এই মেলায় ৫০ জন শিল্পীর অংশগ্রহণে পেইন্টিং, টেরাকোটা, ম্যুরাল, মিনি স্কাপচার বা ভাস্কর্যসহ নানা মাধ্যমের কাজ প্রদর্শিত হচ্ছে। ঢাকা আর্ট কার্নিভালের কিউরেটর হিসেবে আছেন খাদিজা তুন নুমানী এবং ইমরান হোসেন।

মেলায় রং-তুলির আঁচড়ে ছবি আঁকতে পারবেন যেকোন দর্শনার্থী। প্রতিদিন ছবি আঁকায় অংশগ্রহণের সুযোগ থাকছে ১০ জন সাধারণ মানুষের। ছবি আঁকার প্রশিক্ষক হিসেবে সহায়তা করবেন আয়োজকরা। শিল্পীদের আঁকা ছবির পাশাপাশি সাধারণ মানুষের আঁকা ছবিগুলোও স্থান পাবে প্রদর্শনীতে। এগুলো বিক্রির মাধ্যমে আয়ের অর্থ জাতীয় ভাস্কর্য গ্যালারির উন্নয়নে ব্যয় হবে।

ঢাকা আর্ট কার্নিভালের আয়োজকরা জানান, শামীম সিকদারের পদাঙ্ক অনুসরণ করছেন তারা। তাই সাধারণ মানুষকে শিল্পের প্রতি আগ্রহী করে তুলতে চান। এখানে চার দিনব্যাপী বিনামূল্যে ছবি আঁকার সুযোগ রয়েছে সবার। রং-তুলি সবই রয়েছে এখানে। শুধুমাত্র ছবি আঁকার আগ্রহ নিয়ে আসতে হবে এখানে। ক্যানভাসে মনের ভাব ফুটিয়ে তুলতে প্রশিক্ষকরাও সহায়তা করবেন। শিল্পীদের পাশাপাশি তাদের আঁকা ছবিগুলোও প্রদর্শন করা হবে।

শিল্পকর্মের এই আয়োজন প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/টিএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

খালের পাড়ে বসছে ক্যামেরা, ময়লা ফেললে ব্যবস্থা: মেয়র আতিক

মোবাইল কিনতে অর্ধলাখ টাকা নিয়ে শেরপুর থেকে ঢাকায় ১০ বছরের শিশু! অতঃপর...

ঝড়-বৃষ্টির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় জরুরি নির্দেশনা ডিএনসিসি মেয়র আতিকের

জন্ম নিবন্ধন: কেন্দ্রীয় সার্ভার ব্যবহারের নির্দেশনা ১২ দিনেও আমলে নেয়নি ডিএসসিসি

এক ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

বাড্ডায় যুবকের ঝুলন্ত লাশ

মেট্রোরেলের পিলারে ট্রাকের ধাক্কা, পালিয়েছেন চালক

১০ তলা বঙ্গবাজার মার্কেটসহ ৪ প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :