বাদামের প্যাকেটের আড়ালে গাঁজার ব্যবসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৯ | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৮

রাজধানীর তেজকুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে, বাদামের প্যাকেটের মতো করেই এসব গাঁজা প্যাকেটজাত করে বিক্রি করতেন তারা।

গ্রেপ্তার ৩ জন হলেন আব্দুল আজিজ, সাহিদুল ওরফে জাহিদুল ইসলাম এবং রমজান আলী। এরমধ্যে আজিজ ও জাহেদুল সম্পর্কে চাচা ভাতিজা এবং রমজান ও আজিজ পরস্পর বেয়াই। তাদের কাছ থেকে এক হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। বাদাম বিক্রির আড়ালে তারা এসব গাঁজার ব্যবসা করতেন।

শুক্রবার দুপুরে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঢাকা টাইমসকে এ তথ্য জানান।

ওসি বলেন, “তেজগাঁও এলাকার চিহ্নিত তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বাদামের প্যাকেটের আড়ালে গাঁজা বিক্রি করত। আজিজের বিরুদ্ধে ২৮টি, রমজানের বিরুদ্ধে সাতটি এবং জাহেদুলের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। তারা তেজকুনিপাড়ায় একটি ভাড়া বাসায় গোপনে গাঁজার ব্যবসা করতো। গাঁজা ক্রেতা-বিক্রেতার কাছে সেই বাসা ‘গাঁজার আড়ৎ’ নামে পরিচিত। তারা এখানে গাঁজাকে বাদামের প্যাকেটের মতো করেই এসব প্যাকেটজাত করে রাখেন। এরপর খুচরা বিক্রেতারা এখান থেকে নিয়ে যান। সাধারণত বাদাম বিক্রির আড়ালেই এসব গাঁজা বিক্রি করা হয়।’

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সেই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক ২ কেজি ওজনের ১ হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এসএস/এফএ

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :