শান্তর ফিফটির পর হৃদয়ের বিদায়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৩, ১৭:২৭

শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ দলের হাল ধরেন শান্ত-হৃদয়। শানাকার বলে চার হাঁকিয়ে নিজের ফিফটি পূরণ করেন শান্ত। একই ওভারে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন হৃদয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে ৪ উইকেটে ৯৫ রান তুলেছে বাংলাদেশ।

এখন ৫২ নাজমুল হোসেন শান্ত ও শূন্যরানে মুশফিকুর রহিম অপরাজিত রয়েছেন।

পাল্লেকেলেতে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা সাকিব আল হাসান। সুবিধা করতে পারেননি অভিষিক্ত ওপেনার তানজীদ হাসান তামিম। দ্বিতীয় ওভারে ফিরেছেন ব্যক্তিগত শূন্যরানে। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখের ব্যাট থেকে আসে ২৩ বলে ১৬ রান। সাকিব করেন মাত্র ৫ রান।

মাত্র ৩৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। এ সময় দুজন মিলে গড়েন ৫৯ রানের জুটি। ব্যক্তিগত ২০ রানে দাসুন শানাকার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন হৃদয়।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :