রাজধানীর প্রবেশপথে পুলিশের ব্যাপক তল্লাশি

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৪:২৭ | প্রকাশিত : ১২ জুলাই ২০২৩, ১৩:৪৭

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকার প্রবেশমুখ সাভার ও আশুলিয়ার সড়ক-মহাসড়কে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছে পুলিশ। এ সময় যাত্রীবাহী পরিবহনগুলোকে ঢাকায় প্রবেশে বাধা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পুলিশের দাবি নিরাপত্তাজনিত কারণেই তাদের এই বিশেষ তল্লাশি কার্যক্রম।

বুধবার সকাল থেকেই ঢাকার প্রবেশমুখ সাভারের আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এ কারণে সাভারের সড়কগুলোতে গণপরিবহন চলাচল সাধারণের চেয়ে অনেক কম দেখা যায়।

সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, যাত্রীবাহী পরিবহনগুলোকে ঢাকায় ঢুকতে না দেওয়ায় আমিনবাজার থেকেই ফিরে যেতে হচ্ছে। অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা পরে পায়ে হেঁটেই রওনা হয়েছেন।

পায়ে হেঁটে গন্তব্যস্থলে রওনা দেওয়া একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, আমিনবাজারে পুলিশ সদস্যরা ঢাকাগামী বাসগুলোতে তল্লাশি চালাচ্ছেন ও তাদের কাগজপত্র চেক করছে। সেখান থেকেই বাসগুলোকে ঘুরিয়ে দিচ্ছেন। এ কারণে সড়কে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে। তাই বাধ্য হয়ে এই তীব্র রোদ উপেক্ষা করে অসংখ্য যাত্রী এভাবে পায়ে হেঁটেই নিজ গন্তব্যে রওনা দিয়েছেন। তাদের দাবি পুলিশের এই তল্লাশি যে কারণেই করা হোক আমাদের মতো সাধারণ মানুষ এতে চরমভাবে হয়রানির শিকার হচ্ছে।

এ ব্যাপারে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঢাকায় আদালত চত্বর থেকে যে দুজন জঙ্গি পালিয়ে গিয়েছিল, তাদের তথ্য পাওয়া গেছে। তারা এই পথ দিয়ে যেতে পারে সেজন্যই ওই জঙ্গিদের ধরতে পুলিশের পক্ষ থেকে আমাদের এই চিরুনি অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১২জুলাই/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, ৩৯টি মৃত হরিণ উদ্ধার

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, ভোগান্তিতে উপকূলবাসী, পৌঁছায়নি সরকারি ত্রাণ সহায়তা

শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় রেমালের কিছু অংশ সিলেটে বাকিটা আসামে

অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

ঝিনাইদহে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন

নরসিংদীতে নামাজরত অবস্থায় ইটচাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

চাঁদপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, দুইজনকে কুপিয়ে হত্যা

দিনাজপুরে শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

চাকরির তদবিরের টাকা ফেরত না দেওয়ায় চাচা শ্বশুরকে পিটিয়ে হত্যা

এই বিভাগের সব খবর

শিরোনাম :